প্যালেস্টাইনের মুসলিমদের উপর ইজরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ২০ মে সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর,সাবেক সহ- সভাপতি এস কে সিরাজ সহ সাতক্ষীরা জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ।
মানববন্ধনে বক্তরা বলেন নিরস্ত্র মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে বর্বর ইজরাইল নামক রাষ্ট্রটি। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে এসেছে । তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

মানববন্ধনে একত্বতা পোষন করেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, উৎসর্গ সোসাইটি, রক্তের বাধন সেচ্ছাসেবক সংস্থা, আহবান সোসাইটি, সাতক্ষীরার মানবিক সেবা টিম, আস্থা রক্তদান সংস্থা, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগরের রুপ ও বৈচিত্র্য, ঈশ্বরীপুর ব্লাড ব্যাংক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, রুপা সোসাইটি, অর্পন সোশ্যাল অর্গানাইজার, মানবতার লাইব্রেরী, নিরাপদ উপকুল চাই, প্রত্যায় রক্তদান সংস্থা, পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠন, মানক কল্যান যুব সংঘ, কৈখালী ইউনিয়ন মানবিক রক্তদান সংস্থা, স্বপ্ন সিড়ি সোসাইটি, আব্দুল মান্নান রক্তদান সংস্থা, মানবতার সিড়ি সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।