সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে নওয়াবেঁকী-পাখিমারা এবং শ্যামনগর ও আশাশুনি উপজেলার একই নদীতে ঘোলা-কোলা সেতু সংক্রান্ত সমীক্ষা বিষয়ে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুম হতে সেতু দুটির কনসালটেন্ট ঢাকা বুয়েটের প্রফেসর মোস্তফা আলীর সাথে ভার্চুয়াল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১শে জুন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, আতাউল হক দোলন এর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ্-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি,জেলা আওয়ামীলীর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীর যুগ্ম-সাধারণ সম্পাদক স,ম, আব্দুস সাত্তার, নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন,পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান,গোবিন্দপুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম,সাতক্ষীরা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক এম কামরুজ্জামান,শ্যামনগর এনজিও পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন,আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু,কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ,ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, সাংবাদিক এস,এম মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।